30 May 2023 Top Current Affairs in Bengali : ৩০ মে ২০২৩ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs 30 May 2023: প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। WBP, WBCS, WBPSC, ক্লার্কশিপ, বন সহায়ক, রেল, ব্যাঙ্ক, LIC, স্টাফ সিলেকশন কমিশন সমস্ত পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অনেক সময় প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রার্থীরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না এবং সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়। এই বিষয়টি মাথায় রেখে, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী এবং প্রার্থীদের জন্য বর্তমান বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর উপস্থাপন করছি। আপনি এই প্রশ্নগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন ।
DVC তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন➡️
6. সম্প্রতি কোন দেশের পর্বতারোহী 'হরি বুদ্ধ মাগর' কৃত্রিম পা দিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছেন?
(A) জাপান
(B) ইরান
(C) শ্রীলঙ্কা
(D) নেপাল
Ans (D) নেপাল
7. সম্প্রতি কোন ভারতীয় অভিনেতাকে Realme এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
(A) শহীদ কাপুর
(B) হৃতিক রোশন
(C) শাহরুখ খান
(D) ভিকি কৌশল
Ans- (C) শাহরুখ খান
পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে জেনে নিন ➡️
8. সম্প্রতি কোন রাজ্যে জয়সমন্দ বন্যপ্রাণী অভয়ারণ্যে জঙ্গল সাফারি চালু করা হয়েছে?
ক রাজস্থান
খ. পশ্চিমবঙ্গ
গ. কর্ণাটক
ঘ. উপরের কোনটিই নই
উঃ। রাজস্থান
ক তেজা সিং ধলিওয়াল
খ. কে গোবিন্দরাজ
গ. মুক্তি শর্মা
ঘ. উপরের কোনটিই নই
উঃ। ডক্টর কে. গোবিন্দরাজ
10. সম্প্রতি কোন দেশ সফলভাবে 'ব্যালিস্টিক মিসাইল' পরীক্ষা করেছে?
ক ইরান
খ. ফিলিপাইন
গ. ইরাক
ঘ. উপরের কোনটিই নই
উঃ। ইরান
Join Telegram Group- Click Here
সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in” লিখে GOOGLE –এ সার্চ করুন।
File Details-
৩০ মে কারেন্ট অ্যাফেয়ার্স.pdf
File Format- PDFFile Size- 100 kb
বন সহায়ক ইবুক টি ডাউনলোড করুন-
নিচের ফটোটির উপর ক্লিক করে ডাউনলোড করুন FREE পিডিএফ:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন