Hot Posts

আগস্ট ১৪, ২০২২

মাধ্যমিক পাসে MTS পদে নিয়োগ - BECIL MTS Recruitment 2022 - Apply Online


BECIL (Broadcast Engineering Consultant India Ltd) দ্বারা MTS নিয়োগের জন্য Official বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- MTS (Multi Tasking Staff) 


শুন্যপদ- 50 টি


বয়স সীমা- ০১/০৮/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে । শুধুমাত্র সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।
  2. হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  3. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- ১৩,২৯০/- টাকা


নিয়োগ পদ্ধতি- দুটি পর্যায়ে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হল। 


আবেদন ফি- জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা এবং এস সি, এস টি প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন করার শেষ তারিখ- ০৪ আগস্ট ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ১৮ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

Official Notice- Download Now
Apply Online- Click Here
Official Website- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন