Hot Posts

মে ২৩, ২০২২

রামকৃষ্ণ মিশনে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ চলছে, অফলাইনে আবেদন করুন @examdisha.in


রামকৃষ্ণ মিশনে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ চলছে, অফলাইনে আবেদন করুন।

রাজ্যে রামকৃষ্ণ মিশনে সহকারী শিক্ষক পদে নিয়োগ । বাংলা, বায়ো সায়েন্স এবং ইতিহাস বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে যারা যারা চাকরি করতে চান তাদের প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকারের ROPA 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা কত, আবেদন পদ্ধতি বিস্তারিত নিচে দেওয়া রইল।


পদের নাম-  Assistant Teacher


শুন্যপদ- ৩টি


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


WBP Constable Main Exam 2022 Question পেপার ডাউনলোড করুন


শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে কমপক্ষে ৩০০ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করতে হবে এবং সাথে  বিএড ও টেট পাশ সার্টিফিকেট থাকতে হবে।  বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। 


নিয়োগ পদ্ধতি-  শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন ফি- সংরক্ষিত শূন্যপদের জন্য Rs.400 টাকা এবং অসংরক্ষিত শূন্যপদের জন্য Rs.500 টাকা। ফর্ম জমা দেওয়ার সময় আবেদন ফি শুধুমাত্র নগদ জমা করতে হবে।


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে এবং মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- Kamarpukur Ramkrisna Mission Multipurpose School , PO- Kamarpukur , PS Goghat , SD- Arambagh , Hooghly- 712612


Wbp Constable Main 2022 GK Answer Key PDF ডাউনলোড করুন


 ** আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে, বুঝে আবেদন করবেন **


আবেদন শুরু- ১৮ মে ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। 

আবেদন করার শেষ তারিখ- ২৮ মে ২০২২ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে (শনিবার, রবিবার ও ছুটির দিন ব্যাতিত বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে) ।


🔳অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন

🔳আবেদন ফর্ম- ডাউনলোড করুন





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন