কলকাতা পুলিশে নতুন সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)
শুন্যপদ- ৩০টি
বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে এবং মুখ বন্ধ খামে ভরে নিন্মে উল্লিখিত ঠিকানায় গিয়ে Drop Box এ জমা করতে হবে।
আবেদন ফি- শুন্য
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করতে হবে, তা নিচে দেওয়া হল-
- Identity proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket. [PAN Card/ Passport / Driving License / Voter Card / Bank Passbook with photograph / Aadhaar Card / e-Aadhaar Card with photograph]
- Address Proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket [Voter Card / Aadhaar Card / e-Aadhaar Card with photograph / Passport / Driving License / Bank Passbook / Electric Bill / Telephone Bill]
- Age proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket.[Birth Certificate / Certificate issued by recognised school showing date of birth/ Admit Card of any recognised examination showing date of birth].
- One (01) self-attested passport-size colour photograph is to be pasted on the specified area at the top-right corner of the application form.
- Self-attested photocopies of educational testimonials and extra-Curricular activities (if any).
আবেদন করার শেষ তারিখ- ২৬ এপ্রিল ২০২২ সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে (শনিবার, রবিবার ও ছুটির দিন ব্যাতিত বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে) ।
আনএকাডেমি তোমাদের জন্য *FREE TEST* এর আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণ করে তোমরা জিতে নিতে পারো *2000 টাকার* অ্যামাজন ভাউচার ও *100%* স্কলারশিপ। সবাই ফ্রি টেস্ট দিতে চাইলে *Unacademy Learner App* ডাউনলোড করে *BT22* কোডটি ব্যবহার করো।
Use code *BT22* to join the free test
Link: https://bit.ly/3MfhCDo
👉SSC CHSL-CGL Combined Scholarship Mock Test
22nd April, 12:30 PM
Link- https://bit.ly/3jM2Isb
👉মিশন খাকি: WBP Scholarship Mock Test with Alamin Rahaman
23rd April, 10:00 AM
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন