Hot Posts

এপ্রিল ২০, ২০২২

কলকাতা পুলিশে নতুন সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন করুন

কলকাতা পুলিশে নতুন সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।



পদের নাম- সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) 

শুন্যপদ- ৩০টি

 

বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন।




আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে এবং মুখ বন্ধ খামে ভরে নিন্মে উল্লিখিত ঠিকানায় গিয়ে Drop Box এ জমা করতে হবে।

Address- Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013.

 

আবেদন ফি- শুন্য 

 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করতে হবে, তা নিচে দেওয়া হল-

  1. Identity proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket. [PAN Card/ Passport / Driving License / Voter Card / Bank Passbook with photograph / Aadhaar Card / e-Aadhaar Card with photograph] 
  2. Address Proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket [Voter Card / Aadhaar Card / e-Aadhaar Card with photograph / Passport / Driving License / Bank Passbook / Electric Bill / Telephone Bill] 
  3. Age proof: Self attested copy of any one (01) of the documents mentioned in the bracket.[Birth Certificate / Certificate issued by recognised school showing date of birth/ Admit Card of any recognised examination showing date of birth].
  4. One (01) self-attested passport-size colour photograph is to be pasted on the specified area at the top-right corner of the application form. 
  5. Self-attested photocopies of educational testimonials and extra-Curricular activities (if any).

 

নিয়োগের স্থান-  Control Room in Kolkata Municipal Corporation. 

 

আবেদন করার শেষ তারিখ- ২৬ এপ্রিল ২০২২ সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে (শনিবার, রবিবার ও ছুটির দিন ব্যাতিত বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে) ।




আনএকাডেমি তোমাদের জন্য *FREE TEST* এর আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণ করে তোমরা জিতে নিতে পারো *2000 টাকার* অ্যামাজন ভাউচার ও *100%* স্কলারশিপ। সবাই ফ্রি টেস্ট দিতে চাইলে *Unacademy Learner App* ডাউনলোড করে *BT22* কোডটি ব্যবহার করো। 


Use code *BT22* to join the free test

Link: https://bit.ly/3MfhCDo

👉SSC CHSL-CGL Combined Scholarship Mock Test 

22nd April, 12:30 PM

Link- https://bit.ly/3jM2Isb

👉মিশন খাকি: WBP Scholarship Mock Test with Alamin Rahaman

23rd April, 10:00 AM


📝অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনঃ-       
                       



PLease Like-Comment-Share.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন