Hot Posts

সেপ্টেম্বর ০৪, ২০২১

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য Download free pdf file in Bengali language

 পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 


 


🔴 বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি ➡️ বাঁকুড়া।


🔴বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা➡️কলকাতা।


🔴 বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত➡️উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।


🔴 পরগনা শব্দটি এসেছে কোথা থেকে➡️ ফরাসি শব্দ থেকে।


🔴 হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত➡️দুইটি।

 
যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।


🔴 নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির ➡️ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি।

 
🔴 মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম➡️ ত্রিভুজের মত।


🔴 পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের ➡️ পরবর্তী মৃত্তিকা।


🔴 বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত ➡️৭৫ শতাংশ।


🔴 বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি ➡️ বাঁকুড়া।


🔴 এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত➡️ ধুবুলিয়ায়।

 
🔴 কাকে ভারতের 'রূঢ়' বলা হত ➡️ দুর্গাপুরকে।


🔴 হুগলী জেলার সদর শহরের নাম কি➡️ চুঁচুড়া।


🔴 পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় ➡️ পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।


🔴 কোচবিহার শব্দের অর্থ কি➡️ কোচ জাতির বাসস্থান।


🔴 কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি ➡️ ১,০৫৬.৫ বর্গকিমি।


🔴 আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়➡️ ২০১৪ সালের ২৫ জুন।

 

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর 


BEST GK QUESTIONS NO-1 

BEST GK QUESTIONS NO- 2

BEST GK QUESTIONS NO-3

BEST GK QUESTIONS NO-4

BEST GK QUESTIONS NO-5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন