Top General Questions for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answer.
পৃষ্যভৃতি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ নরবর্ধন ।
নরবর্ধনের রাজধানী কোথায় ছিল ?
উঃ থানেশ্বর ।
চালুক্য রাজি দ্বিতীয় পুলকেশীর সভাকবি
ছিলেন ?
উঃ পন্ডিত রবিকীর্তি ।
' আইহােল প্রশস্তি ' কার রচনা ?
উঃ রৰিকীর্তির ।
হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
উঃ বাণভট্ট ।
' হর্ষচরিত ' কার রচনা ?
উঃ বাণভট্টের ।
> শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উঃ কর্ণসুবর্ণ ।
ভারতবর্ষের ইতিহাসে উত্তরপথনাথ সকলােত্তরপথনাথ নামে কে পরিচিত ?
উঃ হর্ষবর্ধন ।
হিউয়েন সাঙ কার সময় ভারতে আসেন ?
উঃ হর্ষবর্ধন ।
' রত্নাবলী ' , ' নাগানন্দ ' ও ' প্রিয়দর্শিকা ' এই তিনটি নাটকের রচয়িতা কে ?
উঃ হর্ষবর্ধন ।
' কাদম্বরী ' ও ' পার্বতী পরিণয় ' বই দুটির লেখক কে ?
উঃ হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ।
হিউয়েন সাঙ রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি ?
উঃ সি ইউ- কি ।
' বিক্রমাঙ্কদেব চরিত ' কার রচনা ?
উঃ বিলহন ।
চালুক্য বংশের প্রথম প্রধান শাসক কে ছিলেন ?
উঃ জয়সিংহ ।
বাতাপিদের রাজকীয় প্রতীক কি ছিল ?
উঃ বরাহ বা শুয়াের ।
স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ প্রথম পুলকেশী ।
চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ দ্বিতীয় পুলকেশী ( 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ) ।
দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি কত খ্রিস্টাব্দে আইহােল প্রশস্তি লেখেন ?
উঃ 634 খ্রিস্টাব্দে ।
' সকল দক্ষিণপথনাথ ' নামে কে পরিচিত ছিলেন?
দ্বিতীয় পুলকেশী ।
বিজাপুরের বিখ্যাত বিজয়নেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন ?
উঃ বিজয়াদিত্য ।
চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন ?
উঃ দ্বিতীয় কীর্তিবর্মন ।
WBP MATH PRACTICE SET / Top Questions gk/ General knowledge Question Answers in Bengali
👇👇👇👇👇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন