Top General Knowledge Questions for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answer
আজকের বিষয় ইতিহাস:-Today's topic is history: -
⭕পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় ?
উত্তর : 1526 খ্রিস্টাব্দে
⭕খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় ?
উত্তর : 1527 খ্রিস্টাব্দে
⭕কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মােগল শাসনে ছেদ পড়ে ?
উত্তর : বিল্বগ্রামের যুদ্ধের ফলে
⭕কে ' সড়ক - ই - আজম ' ( গ্র্যান্ড ট্রাঙ্ক রােড ) নির্মাণ করেন ?
উত্তর : শেরশাহ
⭕ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি ?
উত্তর : পাট্টা ও কবুলিয়ত
⭕পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর : 1556 খ্রিস্টাব্দে
⭕হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর : 1576 খ্রিস্টাব্দে
⭕আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন ?
উত্তর : আকবর
⭕মনসবদারী প্রথা ' কর প্রবর্তন করেন ?
উত্তর : আকবর
⭕সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদন্ড দেন ?
উত্তর : গুরু অর্জুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন