Top Current Affairs 23 MAY 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 23 May 2020 Top Current Affairs.
১) সম্প্রতি চীন সরকার কোন দেশের রফতানিতে ৮০% শুল্ক আরোপ করেছে?
a) ভারত
b) আমেরিকা
c) অস্ট্রেলিয়া
d) কোনটিই নই
Answer :- c) অস্ট্রেলিয়া
সম্প্রতি চীন সরকার অস্ট্রেলিয়ায় রফতানিতে ৮০% শুল্ক আরোপ করেছে
২) সম্প্রতি সন্ত্রাসবিরোধী দিবসটি (anti-terrorist day) কবে পালিত হয়েছে?
a) 20 May
b) 19 May
c) 21 May
d) কোনটিই নই
Answer:- c) 21 May
রাজীব গান্ধীর হত্যা ও মৃত্যু বার্ষিকী স্মরণ করতে সন্ত্রাসবিরোধী দিবসটি (anti-terrorist day) 21 May পালন করা হয় ।
৩) সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন মন্দিরের সম্পূর্ণ সৌরিকরণের জন্য একটি প্রকল্প চালু করেছে?
a) কেদারনাথ মন্দির
b) কোনার্ক সূর্য মন্দির
c) ইস্কন মন্দির
d) কোনটিই নই
Answer :- b) কোনার্ক সূর্য মন্দির
ওড়িশার কোনার্ক সূর্য মন্দির এবং কোনার্ক শহরকে সম্পূর্ণ সৌরিকরণের জন্য কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করেছে।
৪) সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা কেরল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে কে নিযুক্ত হন?
a) গোবিন্দ মাথুর
b) সঞ্জয় করল
c) করুণাকরণ নায়ার হরিপালকে
d) কোনটিই নই
Answer :- c) করুণাকরণ নায়ার হরিপাল
করুণাকরণ নায়ার হরিপালকে কেরালা হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত করা হয়েছে।
৫) সম্প্রতি কোন রাজ্যে 'Mee Annapurna‘ উদ্যোগ চালু করা হয়েছে?
a) মহারাষ্ট্র
b) উত্তরপ্রদেশ
c) তামিলনাড়ু
d) কোনটিই নই
Answer :- a) মহারাষ্ট্র
মী অন্নপূর্ণা" এই উদ্যোগটি মহারাষ্ট্রে চালু হয়েছে । মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।
৬) সম্প্রতি গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়ার জন্য কোন রাজ্য সরকার ‘Didi Vehicle Service’ লঞ্চ করলো?
A) উড়িষ্যায়
b) মধ্য প্রদেশ
c) মহারাষ্ট্র
d) কোনটিই নই
Answer :- b) মধ্য প্রদেশ
সম্প্রতি উপজাতি অধ্যুশ্যিত ঝাবুয়া জেলায় গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়ার জন্য Didi Vehicle Service লঞ্চ করলো মধ্যপ্রদেশ সরকার।
৭) সম্প্রতি ‘SUKOON-Covid-19 Beat the Stress’ প্রোগ্রামটি কোথায় শুরু হয়েছে?
a) পশ্চিমবঙ্গ
b) জম্মু কাশ্মীর
c) অন্ধ্র প্রদেশ
d) কোনটিই নই
Answer :- b) জম্মু কাশ্মীর
সম্প্রতি জম্মু কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতর, ‘SUKOON-Covid-19 Beat the Stress’ প্রোগ্রাম নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে
৮) পরিযায়ী শ্রমিকদের পরিবহন পরিষেবা দিতে কোন রাজ্য ‘তৎপর’ প্রকল্প চালু করেছে?
a) ঝাড়খণ্ড
b) পশ্চিমবঙ্গ
c) ওড়িশা
d) কোনটিই নই
Answer :- a) ঝাড়খণ্ড
সম্প্রতি ঝাড়খণ্ড পরিযায়ী শ্রমিকদের পরিবহন পরিষেবা দিতে ‘তৎপর’ প্রকল্প চালু করেছে
৯) সম্প্রতি ‘World Bank Group’ এর চিপ ইকোনমিস্ট হিসাবে কে নিযুক্ত হলেন?
a) আনশুলা কান্ত
b) কারম্যান রেইনহার্ট
c) শাওলিন ইয়াং
d) কোনটিই নই
Answer :- b) কারম্যান রেইনহার্ট
সম্প্রতি কারম্যান রেইনহার্ট ‘World Bank Group’ এর চিপ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হলেন
১০) জম্মু কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
a) সুনীল মেহেতা
b) বি আর শর্মা
c) আনন্দ ভার্মা
d) কোনটিই নই
Answer :- b) বি আর শর্মা
জম্মু ও কাশ্মীর সরকার মঙ্গলবার প্রাক্তন আইএএস অফিসার বি আর শর্মাকে জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করেছে।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন